সুর ও শিল্পী : গোবিন্দ লৌ
কি জানি কখন, কোন শুভ লগনে
এ নয়ন রেখেছি তোমার ওই নয়নে
কিযে কথা হায়,চোখের ভাষায়
কয়েছি নীরব আলাপনে।।
নিজেকে হারিয়ে, কি জানি কি পেয়ে
অনুরাগী হল মন, কার ছোঁয়া পেয়ে।
কেন যে বসন্ত, হল গো দুরন্ত
মধুময় সেই লগনে।।
কি জানি কখন ....
সাত রঙা প্রজাপতি হয়ে মোর মন
দেখেছে তোমার মাঝে সেই মধুবন।
বলো এ কোন ডোরে এমন আপন করে
বাঁধলে মোরে গোপনে।।
কি জানি কখন....
কি জানি কখন, কোন শুভ লগনে
এ নয়ন রেখেছি তোমার ওই নয়নে
কিযে কথা হায়,চোখের ভাষায়
কয়েছি নীরব আলাপনে।।
নিজেকে হারিয়ে, কি জানি কি পেয়ে
অনুরাগী হল মন, কার ছোঁয়া পেয়ে।
কেন যে বসন্ত, হল গো দুরন্ত
মধুময় সেই লগনে।।
কি জানি কখন ....
সাত রঙা প্রজাপতি হয়ে মোর মন
দেখেছে তোমার মাঝে সেই মধুবন।
বলো এ কোন ডোরে এমন আপন করে
বাঁধলে মোরে গোপনে।।
কি জানি কখন....
पसंदीदा गायकों के भजन खोजने के लिए यहाँ क्लिक करें।