Ki Jani Kakhon কী জানি কখন Bengali song

Ki Jani Kakhon কী জানি কখন Bengali song

 
Ki Jani Kakhon Lyrics কী জানি কখন Bengali song

সুর ও শিল্পী : গোবিন্দ লৌ
কি জানি কখন, কোন শুভ লগনে
এ নয়ন রেখেছি তোমার ওই নয়নে
কিযে কথা হায়,চোখের ভাষায়
কয়েছি নীরব আলাপনে।।

নিজেকে হারিয়ে, কি জানি কি পেয়ে
অনুরাগী হল মন, কার ছোঁয়া পেয়ে।
কেন যে বসন্ত, হল গো দুরন্ত
মধুময় সেই লগনে।।
কি জানি কখন ....

সাত রঙা প্রজাপতি হয়ে মোর মন
দেখেছে তোমার মাঝে সেই মধুবন।
বলো এ কোন ডোরে এমন আপন করে
বাঁধলে মোরে গোপনে।।
কি জানি কখন....


ऐसे ही अन्य मधुर भजन देखें

पसंदीदा गायकों के भजन खोजने के लिए यहाँ क्लिक करें।

अपने पसंद का भजन खोजे


Next Post Previous Post