সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। হৃদগৌর এসে হৃদে বসে গৌর এসে হৃদে বসে করল আমার মনচুরি।। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। কী বা গৌর রূপ লম্পটে ধৈর্য্যের ডুরি দেয় গো কেটে।
লজ্জা ভয় সব যায় গো ছুটে লজ্জা ভয় সব যায় গো ছুটে যখন ওই রূপ মনে করি।। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। ঘুমের ঘোরে দেখলাম যারে চেতন হয়ে পাইনে তারে। লুকাইলে কোন শহরে লুকাইলে কোন শহরে নব রসের রসবিহারী।। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি।
Bangla Folk Songs Lyrics Hindi
সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁকে ফেরে। লালন বলে তাই আমাদের লালন বলে তাই আমাদের করলে চাতক বরাবরই।। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি।
সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি। গৌর এসে হৃদে বসে করলো আমার মনচুরি।।
কিবা গৌর রূপ লম্পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে। লজ্জা ভয় সব যায় গো ছুটে যখন ঐ রূপ মনে করি।।
ঘুমের ঘোরে দেখলাম যারে চেতন হয়ে পাইনে তারে। লুকাইলে কোন শহরে নব রসের রাসবিহারী।।
মেঘে যেমন চাতকেরে দেখা দিয়ে ফাঁকে ফেরে। লালন বলে তাই আমারে করলো গৌর বরাবরই।।