বৃষ্টি তোমার রঙ
কথা (Lyrics):
বৃষ্টি তোমার রঙ কি সবুজ তাই,
দুঃখ্গুলি সবুজ হলো আমার।
তাইতো এমনি করেই আমি,
বার বার শুধু তোমাকেই চাই।।
আকাশ ঢাকা পড়লে মেঘে
আলোর কথা হয়,
মেঘলা দিন সারাদিন বড়ো মায়াময়।
ভিজতে ভালো লাগে, সেই বন্ধু
যদি পাই।।
ছন্দ তোমার রিমঝিম রিমঝিম,
দোলায় দেহ-মন।
বাড়িয়ে দেয় আবার কারো
বিরহ-দহণ।
বৃষ্টি তুমি ঝরো, শুধু নয়ন ছুঁয়ো না,
ছুঁলেই নয়ন নামটি তোমার হবে কান্না।
সুখের মাঝে তখন জেগে উঠবে বেদনাই।।
কথা (Lyrics):
বৃষ্টি তোমার রঙ কি সবুজ তাই,
দুঃখ্গুলি সবুজ হলো আমার।
তাইতো এমনি করেই আমি,
বার বার শুধু তোমাকেই চাই।।
আকাশ ঢাকা পড়লে মেঘে
আলোর কথা হয়,
মেঘলা দিন সারাদিন বড়ো মায়াময়।
ভিজতে ভালো লাগে, সেই বন্ধু
যদি পাই।।
ছন্দ তোমার রিমঝিম রিমঝিম,
দোলায় দেহ-মন।
বাড়িয়ে দেয় আবার কারো
বিরহ-দহণ।
বৃষ্টি তুমি ঝরো, শুধু নয়ন ছুঁয়ো না,
ছুঁলেই নয়ন নামটি তোমার হবে কান্না।
সুখের মাঝে তখন জেগে উঠবে বেদনাই।।
पसंदीदा गायकों के भजन खोजने के लिए यहाँ क्लिक करें।
Brishti Tomar Rong || Gobinda Low || Lyrics: Satyadeb Pati || Bengali song|| 2021
Srijan Music presents a monsoon romantic Bengali song ‘Brishti tomar rong’ for music-lovers. Hope you like the song and melody.
Song: Brishti Tomar Rong (বৃষ্টি তোমার রং)
Singer: Gobinda Low (গোবিন্দ লৌ)
Lyrics: Satyadeb Pati (সত্যদেব পতি)
Music composer & arrangement: Gobinda Low
Video: Upananda
Studio: Srijan Music